Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

           উপজেলা  পরিসংখ্যান  অফিসের  কার্যাবলী  ও  নাগরিক  সেবা সমূহ  নিম্নরুপ

 

১ সকল প্রকার শুমারী পরিচারনা করা :

  ক) আদমশুমারী- প্রতি দশ বছর অন্তর  আদম শুমারী অনুষ্ঠিত হয়। লোকসংখা, বয়স, লিঙ্গ,শিক্ষার হার, পেশা ইত্যাদি তথ্য সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য।

খ)কৃষি শুমারী- প্রতি দশ বছর অন্তর কৃষি শুমারী অনুষ্ঠিত হয়।   মোট জমি,আবদি জমি, অনাবাদি জমি, নিট ফসলি জমি, সেচের অধীন জমি,গরূ মহিষ,ছাগল ভেড়া, হাঁস  মুরগীর সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য।

গ)অর্থনৈতিক শুমারী- প্রতি দশ বছর অন্তর অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক কর্ম কান্ড, অর্থৈনৈতিক কান্ডে নিয়োজিত লোকের সংখ্যা, কুটির  শিল্পের সংখ্যা ইত্যাদি তথ্য সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য।

২। কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল)সংগ্রহ পূর্বক হেড অফিসে পেরণ করা হয়।(৬টি প্রধান ফসল ও ১০৫টি অপ্রধান ফসল)।

৩।প্রধান প্রধান ফসল ধান, পাট, গম,আলূ ইত্যাদির মোট আয়তন এবং ফসল কর্তন পূর্বক মোট উrপাদন নিরুপন করা।

৪।দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত্ব সংগ্রহ করা। (২৩টি দাগগুচ্ছ)।

৫।মনিটরিং দি সিচুয়েশন অফ ভাইটাল ষ্ট্যাটিসটিকস অফ বাংলাদেশ (এম এস ভি এস) এর আওতায় জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন, বর্হিগমন, জন্ম-নিয়ন্ত্রণ, প্রতিবন্ধী, মাতৃমৃত্যু, মাতৃস্বাস্হ্য, জনস্বাস্হ্য, শিশু মৃত্যু এবং জনসংখ্যা বৃদ্ধির হার  সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করা। (পি এস ইউ ৫ টি )

৬। খানার আয়-ব্যায় জরিপের মাধ্যমে পরিবার সমুহের অর্থনৈতিক অবস্থা, দারিদ্রতা ইত্যাদির পরিমাপ করা। 

৭।এম আই সি এস জরিপের মাধ্যমে শিশু মৃত্যু, বিবাহ, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন, শিক্ষা, স্বাস্হ্য পরিবার পরিকল্পনা, পুষ্টি ইত্যাদি পরিসংখ্যান সংগ্রহ করা।

৮।উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ করা।

৯। প্রাকৃতিক  দুর্য়োগের কারন  উপজেলার বিভিন্ন ফসল ও সম্পদের  ক্ষয়-ক্ষতির হিসাব নিরুপন।

১০প্রধান  প্রধান ফসলের (আউশ,আমন,বোরো,গম,পাট,আলু ও ভূট্টা)

ফসলের আয়তনের অগ্রিম পূর্বাভাস রিপোট প্রদান করা।

১১।শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।

১২। দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন,বার্ষিক পরিষংখ্যান পকেটবুক ও র্বষগ্রন্থ প্রকাশ।

১৩। প্রতি দশ বছর অন্তর আদম শুমারী, কৃষি শুমারী এবং অর্থনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ।

১৪। মোট দেশজ উrপাদন(GDP)এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামাষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators)যথা-সঞ্চয় বিনিয়োগ, ভোগ মাথাপিচু আয় ইত্যাদি নিরুপণ ওপ্রকাশ।

১৫।ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ওখাদ্য বর্হিভূত পণ্য অর্ন্তভূক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI)নিরুপন ও প্রকাশ।

১৬।বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ।

১৭।বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মুজুরী হার ও মজুরী সুচক প্রস্ত্তত ও প্রকাশ।

১৮।বিভিন্ন ফসলের উrপাদন ও ফসলাধীণ জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ |